২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বেড়িবাঁধ ভাঙ্গার উপক্রম হলেই কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ

- ফাইল ছবি

ফণীর আঘাতে বেড়িবাঁধ ভাঙ্গা বা ভাঙ্গার উপক্রম হলেই কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

শনিবার দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের পাঠানো এক বার্তায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সারাদেশে কোথাও বেড়িবাঁধ ভাঙ্গলে বা ভাঙ্গার উপক্রম হলে জরুরী ভিত্তিতে দেশের আপামর জনসাধারণকে পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

একই সাথে যোগাযোগের জন্য কন্ট্রোল রুমের টেলিফোন নং- ০২৯৫৪০৭০১ জানাতে বলেছেন তিনি।

আবু নাছের জানান, এই কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টা খোলা রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় এক অফিস আদেশ জারি করেছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর-ঢাকা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফনি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল আকার ধারণ করেছে।

এটি গভীর নিম্নচাপ আকারে দুপুর ১২টায় পাবনা-টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেশের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement