২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নির্বাচনের বিষয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন : ডিকসন

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন
নির্বাচনের বিষয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন : ডিকসন - ছবি : সংগৃহীত

বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে তা এ দেশের মানুষ সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ‘নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে সেটি কোনো বিদেশির বলা উচিত হবে না।’

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আয়োজনে ‘ডিক্যাব টক’ এ মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার। এতে সংগঠনের সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিনও বক্তব্য দেন।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার ডিকসন বলেন, স্বচ্ছ ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হলে ভালো হবে।

তিনি মনে করেন, সকল মত ও রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাস রাখতে পারাটা গুরুত্বপূর্ণ। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের সংবিধানের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement