২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের প্রতি অ্যাঞ্জেলিনা জোলির কৃতজ্ঞতা

- ছবি : সংগৃহীত

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সব ধরনের সমর্থন দেয়ার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসঙ্ঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হলিউডের প্রখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এ সঙ্কট নিরসনে তিনি কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে জোলি এ অভিমত দিয়েছেন। তিনি রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্ব ও উদারতার প্রশংসা করেছেন এবং রোহিঙ্গাদের আশ্রয় ও নিরাপত্তা দেয়ার জন্য বাংলাদেশীদের ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জোলি জানান, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে ইউএনএইচসিআর মিয়ানমারের সাথে কাজ করে যাবে। বাংলাদেশের উদ্যোগ রোহিঙ্গাদের মানবিক সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক অর্থ সংগ্রহের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আরো সংবাদ



premium cement