১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ-ভারত সম্পর্কের এখন সোনালী অধ্যায় : রিভা গাঙ্গুলি

-

‘দুই প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন সোনালী অধ্যায় অতিক্রম করছে’ বলে মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।

আজ সোমবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রামের ঐতিহ্য সুপ্রাচীন উল্লেখ করে তিনি বলেন, ‘ভাষা, কৃষ্টি ও ম্যান টু ম্যান যোগাযোগ দুই দেশের সম্পর্ক দৃঢ় করছে। মাস্টারদা সূর্য সেনসহ অনেক বিপ্লবী চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন। এটি গৌরবের।’

রিভা গাঙ্গুলি দাশ বলেন, ‘এদেশে ভারতের অনেক শিল্পকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠান এদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। মংলা ও মীরসরাই ইকোনমিক জোনেও ভারতের আলাদা জোন রয়েছে।’

তিনি বাংলাদেশের জিডিপি ক্রমবর্ধমান প্রবৃদ্ধির প্রশংসা করেন।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধুত্বের হাত বাড়িয়েছিল ভারত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর সাথে ব্যবসা বাণিজ্য বাড়াতে সড়ক, নৌ, রেলপথের কানেকটিভিটি বাড়াতে হবে।’

তিনি ভারত-বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে বড় ঘাটতি কমানোর উদ্যোগ গ্রহণের আহবান জানান।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল’ উল্লেখ করে চেম্বার সভাপতি বলেন, ‘সরকার ১০০টি ইকোনমিক জোন করছে। মীরসরাইয়ে হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর। যেখানে ওয়ান স্টপ সার্ভিস পাবেন বিনিয়োগকারীরা। ভারতের ব্যবসায়ীরা এখানে শিল্পকারখানা গড়ে তুলতে পারবেন।’

এছাড়া সভায় কয়েকজন ব্যবসায়ী নেতা ভারত বাংলাদেশের নন ট্যারিফ ব্যারিয়ার, ট্রানজিট কার্গো মুভমেন্ট, কস্ট অব ডুয়িং বিজনেস কমানোসহ বিভিন্ন বিষয়ে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলম, জাপানের অনারারি কনসাল মো: নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন আকবর আলী প্রমুখ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল