২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উজানে ভারত পানি সরিয়ে নেয়ায় বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে

ফারাক্কা বাঁধ - ছবি : সংগ্রহ

আন্তর্জাতিক ফারাক্কা কমিটির (আইএফসি) নেতৃবৃন্দ বলেছেন, উজানে ভারত বিভিন্ন নদীর পানি সরিয়ে নেয়ার কারণে সুজলা সুফলা বাংলাদেশের নদী মরে যাচ্ছে। তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা আরো বলেন, ভাটির দেশ হিসেবে নদী মরে যাবার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ফারাক্কা কমিটির (আইসএফসি) বিভিন্ন কার্যক্রম নিয়ে শনিবার ঢাকা রিপোর্টার্স মিলনায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় এদাবি করেন কমিটির নেতারা। এতে আইএফসির বাংলাদেশের সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন আহমাদ, সিনিয়র সহ-সভাপতি ড. এস আই খান, দৈনিক নয়া দিগন্তের এডিশনাল নিউজ এডিটর মুহাম্মদ বাকের হোসাইন, আইএফসি’রসাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা। আইএফসি সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার এতে লিখিত বক্তব্য পাঠ করেন।

নেতৃবৃন্দ বলেন, উজানে পানি প্রত্যাহারের ফলে গঙ্গার বাংলাদেশ অংশ মরতে বসেছে। বিগত কয়েক বছর ধরে একই অবস্থা তিস্তা নদীর। বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত ৫২টি অভিন্ন নদীর প্রত্যেকটির উজানে বাঁধ প্রবাহগুলোকে মরণাপন্ন করে তুলেছে। ব্রহ্মপুত্রের উজানে বাঁধ নির্মাণের বিরূপ প্রতিক্রিয়ার ব্যাপারে ভারত সোচ্চার হওয়ার ভাটির সর্বনন্মে অবস্থিত বাংলাদেশের কয়েক দশকের কষ্টের কথা স্বীকৃত হয়েছে। তাই এবিষয়ে এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কার্যকর উদ্যোগ নেয়ার দাবী জানায় তারা।

নেতারা অভিযোগ করে বলেন, গঙ্গার পর তিস্তাসহ অভিন্ন সকল নদীর প্রবাহ উজানে অন্যত্র সরিয়ে নেয়ার কারণে এ দুরাবস্থার সৃষ্টি হয়েছে। কাজেই হিমালয়ের নদীগুলোর অপমৃত্য রোধে বাংলাদেশকে সোচ্চার হতে হবে। তারা বলেন, নদীগুলিকে জীবন্ত রাখতে হলে সেগুলোকে সাগর পর্যন্ত প্রবাহ রাখতে হবে। করতে হবে সমন্বিত পানি ব্যবস্থাপনা। এতে উপমহাদেশের সকল দেশ হবে এ পার্টনারশিপের সদস্য। সার্কের চেতনায় আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বেসিন বা অববাহিকা-ভিত্তিক সমন্বিত পানি ব্যবস্থাপনার জন্য দরকার অববাহিকার সকল দেশের অংশগ্রহণ এবং সহযোগিতা। কাজেই গঙ্গা ও ব্রহ্মপূত্রের সমন্বিত ব্যবস্থাপনার জন্য দরকার অববাহিকার সকল দেশ তথা বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও চীনের মধ্যে যৌথ পানি ব্যবস্থাপনা। একমাত্র অংশীদারিত্ব এবং সহযোগিতার মাধ্যমেই তা করা সম্ভব। তবে ভাটির সর্বনিম্নে অবস্থিত বাংলাদেশকেই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে।


আরো সংবাদ



premium cement