২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ব্রুনাইয়ের সাথে বাংলাদেশের ৭টি চুক্তি স্বাক্ষর

প্রধানমন্ত্রী ব্রুনাই পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় - ছবি : বাসস

ব্রুনাইয়ের সাথে কৃষি, মৎস্য, পশু সম্পদ, ক্রীড়া, সংস্কৃতি ও জ্বালানি খাতসহ সাতটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

সোমবার ব্রুনাই সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নূরুল ইমানে সুলতান হাজী হাসানাল বলকিয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে এসব চুক্তি স্বাক্ষর হয়।

দ্বিপাক্ষিক এ সাতটি চুক্তির মধ্য রয়েছে- ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং অন্যটি নোট বিনিময়।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাই সুলতান হাজী হাসানাল বলকিয়ার উপস্থিতিতে দু’দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে রোববার বন্দর সেরি বেগাবানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরো সংবাদ



premium cement