২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মাহবুব নয় সঠিক কথা বলেছেন সিইসি : কাদের 

মাহবুব নয় সঠিক কথা বলেছেন সিইসি : কাদের  - সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার যে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন তা নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সম্পর্কে বলেন, ইসি মাহবুব ভিন্নমত প্রকাশ করতেই পারেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামতই ইসির মতামত। তাই, সিইসি সঠিক কথা বলেছেন।

বুধবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় সমাবেশ ও গণসংযোগ করেন ওবায়দুল কাদের। সকালে কবিরহাটের নরোত্তমপুরের মনিনগরে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

গত সোমবার সাংবাদিকদের লিখিত প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেছিলেন, ‘আমি মোটেই মনে করি না, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে। সেনাবাহিনী মাঠে নামলে, পরিস্থিতি আশাব্যঞ্জকভাবে পাল্টে যাবে।’

পরে মঙ্গলবার রাঙ্গামাটিতে এক মতবিনিময় সভায় সিইসি বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা একেবারেই অসত্য কথা। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো আছে, সুন্দর আছে।’ আবার আজ সিইসির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইসি মাহবুব। এসবের সূত্রেই আজ ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন একজনকে নিয়ে নয়। নির্বাচন কমিশন পাঁচজনকে নিয়ে। পাঁচজনের মধ্যে, চারজন বা তিনজন যদি একদিকে থাকে, সেটাই হচ্ছে সিদ্ধান্ত। মেজরিটির সিদ্ধান্তই হচ্ছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সেদিক থেকে একজন ভিন্নমত প্রকাশ করতে পারে। তাতেও আপত্তি নেই। সেটাও গণতন্ত্র। কিন্তু, চারজন যে সিদ্ধান্ত দেবে সেটাই হচ্ছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সেদিক থেকে সিইসি সঠিক কথা বলেছেন।’

এদিকে, সারা দেশে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার যেসব অভিযোগ ওঠেছে, সেগুলো মিথ্যা বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কে বাধা দেয়, আপনারাই সেটা রিপোর্ট করেন। এগুলা মিথ্যা, অপপ্রচার।’

এ সময় জনগণের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষ আশ্রয় ছাড়া, ঘরের বাইরে থাকবে না। প্রত্যেককে আশ্রয় দেওয়া হবে। প্রত্যেককে ঘর দেওয়া হবে। এই এলাকার বেকারকে চাকরি দেব এবং এই এলাকার যাদের ঘর নাই, চেয়ারম্যান মেম্বারদের বলব তালিকা তৈরি করুন। আমার এলাকার কোনো লোক গৃহহীন থাকবে না। আমাদের নেত্রী নারীদের একটা সম্মান দিয়েছেন।’


আরো সংবাদ



premium cement
চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি

সকল