২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
খালেদা জিয়ার তিনটি আসনে বিকল্প নির্ধারণ

বিএনপির মনোনয়ন চিঠি পেলেন আরো ৩ জন

বিএনপির মনোনয়ন চিঠি পেলেন আরো ৩ জন - সংগৃহীত

বুধবার সারাদেশে দলীয় মনোনয়নপত্র দাখিলের দিনে আরো তিনটি আসনে তিনজন প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। এরা হলেন ঢাকা-১৭ আসনে বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা, নেত্রকোণা-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো: আনোয়ারুল হক এবং জামালপুর-২ আসনে বিএনপি নেতা মনোয়ার হোসেন।

জানা গেছে, এই তিনজন সম্ভাব্য এমপি প্রার্থী নিজ নিজ এলাকার রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লা জানান, তিনি ঢাকা জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক জানান, তাকে নেত্রকোণা-২ আসনের বিপরীতে বিএনপি থেকে মনোননীত প্রার্থী হিসেবে চিঠি দেয়া হয়েছে। গতকালই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে সার্বিক বিবেচনায় তিনিই নেত্রকোণা-২ আসনে চূড়ান্ত মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

খালেদা জিয়ার তিন আসনের বিকল্প যারা : এদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসনের বিপরীতে বিকল্প প্রার্থী হিসেবে তিনজনকে ঠিক করেছে বিএনপি। এরা হলেন- বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৭ আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিল্টন মোশের্দ এবং ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শারুল কবির খান এ তথ্য জানান।

মনোনয়ন জমা দেননি বিএনপির ৩ হেভিওয়েট প্রার্থী : এছাড়া তিনটি আসনে বিএনপির তিনজন হেভিওয়েট প্রার্থী দলের মনোনয়নপত্র জমা দেননি। এরা হলেন- ফেনী-১ ও ৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা-৮ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং বরিশাল-২ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন

সকল