২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দম্ভের দুন্দুভি

-


সমগ্র শতাব্দী ধরে বিনাশী পঙ্গপালের সঙ্গী হয়েÑ
বিরান করে চলেছি ফসলের ক্ষেত, সবুজ বিপ্লব,
সোনালি সকাল, মাঠের আইল, রোদেলা দুপুর;
পাখির কাকলি, স্রোতস্বিনী নদী, পাহাড়, নির্ঝর।

লোভের উদরে পরিবেশ-প্রতিবেশ ছাইয়ের স্তূপ,
বাজিয়েছি দম্ভের দুন্দুভি, জবাবদিহির রাখিনি সুযোগ;
দখল মচ্ছবে নির্বিঘেœ উজাড় নদী-নালা-খাল-বিল,
স্বার্থের হাতে খুঁড়েছি নিজেরই মৃত্যুকূপ।

কালের পরিক্রমা থামিয়ে দিতে এবারের আয়োজনে,
প্রযুক্তির চরম উৎকর্ষতার ধরেছি রাশ টেনে।
শহর-গ্রামের নালা বেয়ে নদী থেকে সাগরের বুকে,
থেমে যাবে জীবনের গান টনে টনে পলিথিনে।


আরো সংবাদ



premium cement