২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

একদিন অবেলায়

-


প্রতিদিন জীবনের পাতা উল্টাতে উল্টাতে
একদিন হয়তো থেমে যাবো
শেষ হবে পিচঢালা পথের সীমা,
অসমাপ্ত কবিতার খাতা একাকী পড়ে রবে
চিলেকোঠার পুরনো ধুলোমাখা দেরাজে,
স্থবির হয়ে যাবে কফি নিয়ে বসে থাকার সকাল

বকুলতলার কেয়ারি বিকেল
হাজারো খুনসুটির নিংড়ানো রাত,
যাবতীয় ভুলগুলো থিতু হবে অবলীলায়
শুদ্ধতার কাচের স্বর্গে,
হামাগুড়ি দিয়ে চলে গেল শৈশবের ভেঁপু
কৈশোরের ঝলকানো আনন্দপুর,
খুব দ্রুত যেন কেটে পড়ছে অধরা যৌবন,
এক একটা দিন ক্যালেন্ডার থেকে খসে পড়ে
দীর্ঘশ্বাসের নদী বইয়ে দিয়ে,

সব থেমে যাবে একদিন অবেলায়
হঠাৎ চেইনটানা ট্রেনের মতো।

 


আরো সংবাদ



premium cement