২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আবার ডেকে নিও

-

মাঘের নতুন বাতাসে একটু উষ্ণতা কে না চায়
কিন্তু কোথায় সে উষ্ণতাÑ
এ রকমই যাচ্ছিল সময়টা, যেমনটা আমার।
বুঝেই গিয়েছি উষ্ণতাকে ভুলে যেতে হবে,
কেননা রাবেন্দ্রীক প্রেম আমার জন্য নয়।
তাই খুঁজছিলাম একটু উপশম,
সবুজপাতা, শান্ত জলরাশি কিংবা পাখিদের কলতানে।
তোমার ডাকে ক্ষাণিকটা পেয়েও গেলাম।
ঠাণ্ডা জলের উপরে ভাসমান পাখিদের হাসি-কান্নাÑ
ভেসে আসছে হৃদয় ছোঁয়া সুরের মতো।
নতুন জন্ম নেয়া বাচ্চা পাখির গায়ের ঘ্রাণÑ
যেন পবিত্রতার শুভ সূচনা।

ইচ্ছে রেখে যাচ্ছি আজÑ
আগামী আর তোমার কাছে।
চিঠি দিয়ে ডেকে নিও আবার,
কোনো নতুন একটা বিকেলে।
মনে রেখো,
তোমার চোখে দেখা সবগুলো বিকেল কিংবা সন্ধ্যা
কখনোই আমার চোখের আধার নয়।


আরো সংবাদ



premium cement