২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভাষা বাঁচাও

-


বাংলা ভাষার শুদ্ধ বানান রীতি
কেউ মানে না, আজব পরিস্থিতি
যার বিদ্যা যেমন
হয় প্রয়োগ তেমন
অব্যাহত চলে বিকৃতি।

২.
ভাষার সাথে চাষার কথা বলো
মজুর মুটের দাবি নিয়ে চলো
বাড়ছে দালান বাড়ছে বাড়ি
একশ্রেণীর বাড়ছে গাড়ি
বৈষম্যের প্রতিবাদে জ্বলো।

৩.
ভাষা থেকে দাও না তুলে গালি
ফুলে ফুলে ভরে তোলো ডালি
গালাগালি শুধুই যদি বাড়ে
বাংলাভাষার আদর সোহাগ কাড়ে
জাতির গায়ে জড়ায় চুন ও কালি।

৪.
স্নেহময়ী মায়ের ভাষা বাঁচাও
হানাহানির ভাষা কেন নাচাও
সন্ত্রাসীদের শব্দগুলো তাড়াও
কু-বাক্যের আবর্জনা ছাড়াও
ভেঙে ফেলো ভাষা বন্দীর খাঁচাও!

 


আরো সংবাদ



premium cement