২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হলুদ পাতা

-


শীত চোষে নেয় পাতাদের সবুজ রস এবং স্নিগ্ধতা
তোমারো তেমন চোষেছে সেই
এখন তুমি শীতের হলুদ পাতা
ঝরে পড়ো নিচে; আমার বুকের ’পরে
কেননা নিচেই আমার কবর।
ফলবান বৃক্ষের মতো ফলবতী ছিলে
আমার শরীরের রস চোষা সুসজ্জিত
সবুজ শাখা-প্রশাখা ছিল।

তোমার মুখ দেখে দেখে কত জোছনা ছুঁই না,
কত আকাশের বিনয় আহ্বান ঠেলেছি অহঙ্কারে,
কত বিনিদ্র রাত কেটেছে শিশিরের শব্দ শুনে,
আর ভোর হতেই দেখি গাছের ফুল মালির হাতে।


আরো সংবাদ



premium cement

সকল