২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আর্দ্র চোখের কবিতা

-


স্তবক থেকে স্তবকে যেতে সময় লাগল
একটা করে তুমি নিঃশ্বাসে,
অবুঝ কান্না ঝরছে লগ্নের কাছে।

পার্থিব ইতিকথা সংসারের দিনরাতে থাকে
বয়সী ব্যঞ্জনা থেকে রাতদিন আয়ু আহার রাখে,
প্রতিদিন জন্ম আপ্লুত করছ বেদনা যাপনে
পুনর্বার মিলনের পিপাসায়
স্মৃতি সব অগতিরনাথ।

যত মোহনকাম আকশকুসুম উচ্চারণ
সবটুকু স্তবকের গঙ্গাধারা নীলকণ্ঠের
তুমি শোনো শুধু উজান সুরের ।

ইঙ্গিত ওমে স্তবক লিখেছে প্রনাম
শিলাবৃষ্টি পতনের মতো জীবন লুটে
কী লাভ ভালোবেসে পঙ্ক্তি রচনা করে?


আরো সংবাদ



premium cement