২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কার্তিকের শেষ বিকালে

-


কার্তিকের শেষ বিকালে সায়াহ্ন বেলায় যদি কেউ ডাকে
দূর দেশে অধরা ইশারায় তবে স্মৃতির রোমাঞ্চিত স্বপনগুলো
নীল শূন্যতায় কেঁদে ওঠে এলোমেলো
যদি এমন হতো শেষ বিকেলের মতো কার্তিকের স্নিগ্ধতায়
নবীন সুরের বারতায়
বিরহের প্রিয়তম যদি আবার সম্মুখে এসে যেত আপন মহিমায়
সমুদ্রের তীরে কোনো কবির স্তব্ধতায়
কেঁদে ওঠে তবে সে কি
বাতায়ন-পাশে দূরালাপনী
সুদূর অজানা থেকে ভেসে আসে
আমি এতবার সইতে পারি না
আমি এত ভার সইতে পারি না
এত কষ্টের বোঝা অধরা গহিনে কে চাপিয়ে দিয়েছে
প্রকৃতির নিঃসঙ্গতায় প্রতিদিন আমি অনন্ত কাতরাতে থাকি
যদি রোজ প্রভাতে প্রভাতে
গুলিবিদ্ধ বাঁশিতে বাঁশিতে
শাপলা-শালুকের মতো কার্তিকের
একমুঠো আশায়
শিশিরের ভরসায়
আমি স্বপ্ন হতাম কবিতায়।


আরো সংবাদ



premium cement