২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

দূর অতীতের টেলিগ্রাফ

-


আগুনের অক্ষরে গড়েছি সেতু
সময়ের সম্রাট এখন পরম পরাক্রমশালী
একটা পৃথিবী ভাঙাগড়া তার কাছে নিতান্তই
তুচ্ছ ব্যাপার
তবুও তার আশ্চর্য প্রাসাদে মাধবী
দেয়ালে তাকিয়ে থেকে
প্রাসাদের অন্তরালে দানবীয় সব কার্য-কারবার
ঘটেছে বলে অনুমান করি।

মৃগয়ার কলরব শুনি অবিরাম
প্যারাডিমকে নিবিড় ঘুরিয়ে দ্বৈপায়ন
পৃথিবীর তাবৎ সব কিছুকে ভণ্ডুল করে দিয়ে
মসৃণ টেবিলে বসে বসে সময়ের জুয়া খেলে।

আমাকে দেখে পৃথক এক দ্বীপে
ভাঁড়ের মতো কেউ একজন হাসে,
অমৃতের কেউ না হয়েও হাত বাড়ালেই পায়
গোপন অমৃতালোক
তবুও এই যুগে মানুষের হাতে আসে
দূর অতীতের টেলিগ্রাফ।

 


আরো সংবাদ



premium cement