২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অধিকার

-

পৃথিবীর ক্ষুদ্রতম কণাকে ভাঙলেও শব্দ হয়
কিন্তু আমাদের কান তা শোনে না।
শোনে না অনেক কিছু
অভিযোগের ঝোলাও পাহাড় আকার ধারণ করে
তবুও শোনে না কেউ নাগরিক ক্রন্দন!
আমার কবিতা কোনো সময়কে ধারণ করে না।
যা শনাক্ত করেছে তা কেবলই বলির পাঁঠা
ঘৃণার ঘোড়দৌড় বিপন্ন মানব জীবন
স্তূপকৃত হয় অযথা রাজাদের ভাষণে,
চৈতন্যের গান খিলান এঁটে বসে থাকে
মরুভূর বালিয়াড়ির অবচেতন বুকে।
তবু আমি বলতে চাই
ভালোভাবে বাঁচার অধিকার আমাদেরও আছে
নতুবা আমার অধিকারযুক্ত উচ্চারণটুকু
সশব্দে বাতাসে ভাসার অধিকার!


আরো সংবাদ



premium cement