২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কান্না

-

কী দিয়ে যে দুঃখ মাপি, কোথায় রাখি কষ্ট?
দিনে দিনে কান্নাগুলো হচ্ছে ভীষণ পষ্ট।
গোঙানি সব আছড়ে পড়ে হৃদয় নদীর ঘাটে,
কথারা সব লুকিয়ে যায় সূর্য নামে পাটে।

আকুল কথা ব্যাকুল কথা কষ্ট কথার নদী,
বুকের ব্যথা আছে যত ভাসিয়ে নিতো যদি!
নষ্ট সময় নষ্ট জীবন নষ্ট কলির কালে,
বিবেকগুলো নিত্য মরে আটকে আঁধার জালে।

আমরা মাগো নপুংশকের আচ্ছা বিশাল ধারী,
নইলে কি আর তোমার কোলে জমছে লাশের সারি?
ঘুম ভাঙানি ছড়া এখন আমরা পড়ি না তো,
ঘুমের ঘোরে যাচ্ছে জীবন, হচ্ছে না তাও জ্ঞাত।
লাঠির তলে সভ্যতা আজ মারের চোটে গোঙায়,
শক্তি সাহস মানবতা বাদাম ভাজির ঠোঙায়!

 


আরো সংবাদ



premium cement