২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সাহিত্য কবিতাবলী

-

রেজাউদ্দিন স্টালিন
আমাদের কবিদের

আমাদের কবিদের বাড়ি নেই,
সোনাদানা কাঁড়ি কাঁড়ি টাকা নেই।
পাজেরো ও পাঁচতলা বাড়ি নেই,
স্বপ্নেরা কেটে পড়ে নিমেষেই।

আমাদের কবিদের ছাতা নেই,
পেনশন বয়স্ক ভাতা নেই।
কারখানা পণ্যের হাট নেই
মরে যায় কর-ভ্যাট উৎসেই।

আমাদের কবিদের শার্ট নেই,
ফ্যাশনের ডাট-স্মার্ট-নেই।
ব্যাংকের টাকা খাওয়া মেদ নেই,
জীবন ও মৃত্যুতে ভেদ নেই।

আমাদের কবিদের কার্ড নেই,
ক্যাসিনোতে টাকা তোলা বোর্ড নেই।
রাজনীতি ক্যাডারের পাল নেই,
লীলা আর লাস্যের মাল নেই।

আমাদের কবিদের ছল নেই,
মাঝরাতে মোবাইলে কল নেই।
বহু দামি বালিশের মল নেই,
অবৈধ অস্ত্রের নল নেই।

কবিদের আছে কিছু ছন্দ,
ভালোবাসা গোলাপের গন্ধ।
কবি বোঝে ভালো কিসে মন্দ,
জীবন আর মুত্যুর দ্বন্দ্ব।

 

 

 

খুরশীদ আলম সাগর
মন যায় না বাঁধা

খিল দিয়েছো মনের ঘরে দোর খোলে না আর
কোন খেয়ালে রাখলে দূরে নীরব বীণা তার
সুর খুলে নেয় নিজের বাঁধন বাঁধার সাধ্য কার
হারিয়ে যাওয়া চাবি তুমি খুঁজো না বারবার।

শক্ত খিলে দোর বাঁধা যায় মন থাকে ঠিক খোলা
হৃদয় পটে নকশী আঁকা সেই মন যায় না ভোলা
মনের সাথে মন মিশে খুব নীরবে দেয় দোলা
সব তো হারায় মন হারায় না মন যতেœ তোলা।

যতœ করে তোলা যে মন সেই মন ফোটায় ফুল
ফোটা ফুলে সুবাস ছড়ায় আনন্দে ব্যাকুল
ব্যাকুল বিভায় নিত্যানন্দে স্বজন যখন হাসে
খিল দেয়া ওই দোর খুলে মন তীব্র ছুটে আসে
খিল দিয়ে রেখো না আর খোলো মন-আঁখি
তোমার ডাগর মনের চোখে মন বিছিয়ে রাখি।

 


শাহনেওয়াজ চৌধুরী
প্রচলিত হাওয়ার গৌরব

একদিন তুমি আমাকে প্রচলিত হাওয়ায় নামালে,
আসতে বললে, ভাসতে বললে।
তোমার সামান্য করুণা লাভের আশায়Ñ
আমিও বোকা প্রেমিকের মতো নেমে পড়লাম!
নেমে পড়লাম আর থেমে পড়লাম।
অথচ মানুষ বেহুঁশের মতো প্রচলিত হাওয়ায়
ফানুস ওড়াচ্ছে।
মাতোয়ারা আহ্লাদে বিভোর এইসব খোকাকুকুর খেলা
বোকার মতো তাকিয়ে দেখতে দেখতেÑ
নিজেকে বড্ড একঘরে লাগে!
প্রচলিত হাওয়ায় আমার শরীর ভেজে না।
মন ভেজে না। প্রেম ভেজে না।
ভেজা বেলির কোমল সুঘ্রাণ ভেসে আসে না!
তবু তুমি নামতে বললে; আমি নামলাম,
করিৎকর্মা মানুষেরা খুব সহজেই হাওয়ায় ডানা মেলেÑ
তরতর করে উপরে উঠে যাচ্ছে!
কেবল আমারই ডানা ভাঙা,
উড়তে পারি না বলে মাটিতে মিশে যাচ্ছি ক্রমশ।
প্রচলিত হাওয়ায় ভাসতে যতটুকু যোগ্যতা থাকা চাইÑ
তার ছিটেফোঁটাও আমার নেই।
অথচ ঐসব খোকাখুকু কবেই যোগ্যতাসহ বহু কিছু
অর্জন করে চলেছে!
তাই তো তুমি চাঁদকপালি মেয়ে, আমাকে পেয়েও
গর্ব করার মতো কোনো উপলক্ষ পেলে না আজও!


আলো আরজুমান বাণু
হিসেব

জীবনের তুমি যে কবিতার তুমি
কি করে বুঝাই বলো, কি করে যে ধরি
সাত সতেরো মিলে দুই যদি হয়
জীবনের আরবার হিসেবটা কই?
ক্ষীণ চাঁদ পশ্চিমে সন্ধ্যাটা ভারী
বিষন্ন রাতগুলো কেঁদে নেয় আড়ি
তুমি আছ আমি আমি চৌপাশ ঘিরে
ভালোবাসা ঘিরে ঘিরে নেচে নেচে ফিরে
শেষ শরৎতের কাল হিমেল পরশ
গাঢ় সবুজের মাঝে কিন্নরী কোষ।
নিষ্ঠুর শহরে নিষিদ্ধ সবুজ
ছুঁয়ে ছুঁয়ে আমা ঘিরে বিবর বিপল।।
তুমি আছ তুমি আছ এর চেয়ে বড় সত্য নেই,
তুমি আমি আমরা এর চেয়ে
বড় কিছু নেই, কিচ্ছু নেই।।
জীবনের সন্ধ্যাটা হোক বাতিঘর
আলোর দিকে দিকে নিয়ে ছুটুক সুদল
নিঃসৃত প্রাণবায়ু তবু থাক জ্যোতি
আমরাই এককে একাত্মায় বাঁচি।।


শাহরিয়ার সোহেল
শুভ্র বকুল

আমার স্বপ্ন ও ক্লান্তির ভেতর
বাঁজখাই আর্তনাদ
হ্রেষাধ্বনি তুলে প্রকম্পিত পৃথিবী
অর্ফিয়াসের করুণ সুর
বিগলিত কম্পমান আকাশ
আমার নায়াগ্রা জলহীন মরীচীকা
আমার এমাজন সবুজহীন ধূসর প্রান্তর
হিমোগ্লোবিনহীন রক্ত কার্বনে বিষাক্ত
হৃৎপিণ্ডে ক্ষত ফুসফুস মলিন
চোখে চালশে অন্তর বধির
শহর ছেড়ে বহুদূরে
লোকালয় থেকে বহুদূরে
আমার আমি থেকে বহুদূরে
কোথায় পাবো বিশ্বাসী শুভ্র বকুল!


জাকিয়া সুলতানা
বহমান সময়

তুমি আর আগের মতো লেখ না কবিতা
যদি লিখতে
কবিতায় উঠে আসতো
তোমার দেশের শিশু ধর্ষণ-হত্যা
আর ভূলুণ্ঠিত মানবতার কথা
অসহায় মায়ের চিৎকারে
ভুবন কাঁপানো আর্তনাদ

তুমি আর আগের মতো কাহিনী লেখ না
যদি লিখতে
কাহিনীতে উঠে আসতো ছেলে হারানো
মায়ের আহাজারি
ভাই হারোনো বোনের বিলাপ
আর স্ত্রীর নীরব কান্নাÑ

তুমি আর আগের মতো কার্টুন আঁক না
যদি আঁকতে তবে তোমার
কার্টুনে ফুটতো
ছিন্নভিন্ন হয়ে যাওয়া সাধারণ
মানুষের রক্তে রাঙানো রাজপথ

তাই আজ কোটি জনতার প্রশ্নÑ
তোমাদের মসি কি হেরে গেল অসির কাছে?


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল