২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রহস্যে গোলমাল

-


জীবন হলো ক্ষণস্থায়ী-অসমাপ্ত গল্প
ক্ষণজন্মা জীবন রহস্যময়
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা অতি মায়াময়।
কেউ কারোর নয়, সকলে আপন পরের তরে
কথা কয় মন ক্ষণিক পরে
দেহ পড়ে থাকে মাটির গভীরে
প্রাণ উড়ে যায় কোথায়?
দেহ থেকে প্রাণ দূরে দূরে থাকে
কে কার আপন? প্রাণ থাকে না দেহে
এপাড়ে দেহ মাটির নিচে, ওপাড়ে প্রাণ
মানুষের মন করে আনচান।
সূর্য উঠে, ডুবে যায় পশ্চিমে
সূর্য ডুবে যায় রাতে, সূর্য উঠে পূর্বে
তারা উঠে রাতের আকাশে,
ডুবে থাকে দিনের গভীরে
তারা থাকে আকাশজুড়ে,
আকাশ ঝুলে থাকে মাথার ওপরে
তারা উঠে, তারা ডুবে যায় মায়া রেখে।
চাঁদ মেঘে ঢাকা, আকাশে চাঁদ উঠে রাতে
চাঁদমামা নেই, কোথায় সে হারিয়ে যায় দিনে?
চন্দ্র-সূর্য-পৃথিবী ঘুরে নিজ অক্ষপথে,
সৃষ্টির রহস্যে গোলমাল আছে,
অপূর্ব খেলা চলে নীহারিকাপুঞ্জে।
সব আছে সব নেই সব নিয়ে ভাবা শুধুই ধাঁধা।

 


আরো সংবাদ



premium cement