১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

বুকারের শর্টলিস্টে মার্গারেট শাফাক ও বিতর্কিত লেখক রুশদি
নোবেলের পর বিশ^ সাহিত্যে মর্যাদাবান পুরস্কার বুকার পুরস্কারের দিনক্ষণও ঘনিয়ে আসছে। আগামী মাসে নোবেল পুরস্কার ঘোষিত হবে। আর তার পরপরই ঘোষণা করা হবে ৫০ হাজার পাউন্ড মূল্যমানের বুকারজয়ীর নাম। গত ৩ সেপ্টেম্বর ঘোষিত হয়েছে শর্টলিস্ট। এই তালিকার ছয়টি বইয়ের মধ্যে আছে মার্গারেট অ্যাটউড, তুর্কি লেখিকা আলিফ শাফাক ও বিতর্কিত সালমান রুশদি। আগেই বলেছি, এবার বুকার ফিরছে স্বনামে, আগের বছরের মতো ম্যানবুকার হিসেবে নয়। বাকি সব আগের মতোই আছে। এতে আছে এখনো অপ্রকাশিত একাধিক বই। বলা হচ্ছিল, এটা এবারের চমক। কানাডিয়ান লেখিকা মার্গারেট অ্যাটউডের বই এ নিয়ে ছয়বার বুকারে লিস্টভুক্ত হলো। এবারের উপন্যাস ‘দ্য টেস্টামেন্টস’ আগের দুটো উপন্যাসের সিক্যুয়াল। যখন তালিকা প্রকাশ হয়েছে, তখন এই বই দোকানে ছিল না, ছিল বাঁধাই পর্বে। বৃহস্পতিবার তা প্রকাশ হওয়ার কথা। তার পাণ্ডুলিপিই মূল্যায়ন করেছেন বিচারক প্যানেল। যেমনটা ঘটেছে রুশদির বইয়ের বেলায়।
সে যাই হোক, মার্গারেট তার ‘দ্য ব্লাইন্ড অ্যাসাসিন’ এর জন্য ২০০০ সালে জিতেছিলেন বুকার। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের আগস্টের দ্বিতীয় সপ্তাহের সেরা বইয়ের তালিকায় অর্থাৎ ‘বুক অব দ্য উইক’ এ উঠে আসা ও লংলিস্টে স্থান পাওয়া ডেবোরাহ লেভির উপন্যাস ‘দ্য ম্যান হু স এভরিথিং’ বইটাকে বলা হচ্ছিল ব্রিলিয়ান্ট বুকার নমিনি। কিন্তু শর্টলিস্টে এটা বাদ পড়ে গেছে। বলতে গেলে অনেক ভবিষ্যদ্বাণী টেকে না। এটা অবশ্য নতুন কিছু নয়। রুশদির ‘কুইকচোট’ আছে তালিকায়। এটাকে বলা হচ্ছে চিরায়ত গ্রন্থ সারভেন্টিসের ‘ডন কুইকজোট’ মতো করে লেখা বই বা রিটেলিং হিসেবে। তালিকায় আছেন তুর্কি লেখিকা আলিফ শাফাক। তার উপন্যাসের নাম ‘টেন মিনিটস থার্টি এইট সেকেন্ডস ইন দ্য স্ট্রেঞ্জ ওয়ার্লড’। এটা ইস্তাম্বুলের একজন পতিতা খুনের কাহিনী। এটা নিয়েও তুরস্কে বিতর্ক চলছে। এ ছাড়া রয়েছে ব্রিটিশ লেখিকা বার্নার্ডাইন এভারেস্টোর ‘গার্ল, ওমেন, আদার’। এর ১২টি প্রধান চরিত্রের বেশির ভাগই কালো ব্রিটিশ নারী। তালিকায় আরো আছেন নাইজেরিয়ার লেখক চিগোজি ওবিওমা। তার উপন্যাসের নাম ‘ অ্যান অর্ক্রেস্টা অব মাইনোরিটিস’। আর তালিকায় গার্ডিয়ানের মতে, সবচেয়ে আন্ডারডগ লেখিকা লুসি এলম্যান। ব্রিটিশ-আমেরিকান এই লেখিকার উপন্যাসের নাম ‘ডাকস , নিউব্যারিপোর্ট’। এটি এক হাজার পৃষ্ঠার একটি মনোলগ। একটি বাক্যে শেষ করা হয়েছে বই, এতে আছে আমেরিকার ওহিওর একটি কাহিনী যাতে একই সাথে বিবৃত করা হয়েছে ভালোবাসা, আবহাওয়া পরিবর্তন , গান ভায়োলেন্স ও মার্কিন বিচারক ও সুরকারের কাহিনী। তালিকায় দেখা যাচ্ছে নারীরা প্রাধান্য বিস্তার করে আসে। কে শেষ হাসি হাসি হাসবেন তা সময়ই বলে দেবে। আগামী ১৪ অক্টোবর বুকার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। হ

 


আরো সংবাদ



premium cement