২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নুহু নবীর গল্প

-


নদীর ভিতর নদী বানিয়ে,
শুয়ে থাকি হৃদয়ের পাশে,
নুহু নবীর গল্প শুনি।
...একটা মনখারাপি শহর,
রাস্তাগুলো উড়ে গেছে।
দীর্ঘদেহী বয়ানের পাশে
এক প্রাচীন গন্ধমগ্রাসী মায়া ফেলে
উড়ে গেছে...
পিতার ঔরসে জ্বলে থাকা নীল সুদর্শন...
আমার ঘুম পায়।
অন্দরমহলে পয়গাম্বরি ঘ্রাণ
পাঁজরে দুঃখ নেই, ঘুমিয়ে থাকি
আমার খণ্ডিত আত্মা থেকে নিয়ত জন্ম নেয়
পাখি ও পতঙ্গ।


আরো সংবাদ



premium cement