২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দিগন্ত সাহিত্য কবিতা

-

কাবেদুল ইসলাম
কালের সহিস

শুনতে কি পাচ্ছো হ্রেষা, অশ্বের ক্ষুরের আওয়াজ?
কান পাতোÑ এগিয়ে আসছে ওরা সীমান্ত পেরিয়ে
পাহাড়-পর্বত, গিরিখাত, টিলা, নদী সাঁতরিয়ে
এখুনি পৌঁছুবে এসেÑ পরে যুদ্ধবিজয়ীর সাজ।

যুগে যুগে ওরাই গিয়েছে যুদ্ধেÑ দেশ থেকে দেশে,
উপড়ে ফেলেছে স্বৈরাচারী শাসকের দুঃশাসন,
নগর-তোরণে, দুর্গে উড়িয়েছে বিজয়কেতন,
সত্য ও ন্যায়ের ঝাণ্ডা হাতে মুক্তির দূতের বেশে।

ভোলো কেন ওদের কীর্তির কথা? রক্তাক্ত উষ্ণীষ?
মর্দে-মুমিনেরা কবে হারিয়েছে মুক্তির মঞ্জিল?
পড়েনি তৌরাত, আল-কোরআন, যবুর, ইঞ্জিল?
তবে কেন দ্বিধান্বিত চলো পথ, কালের সহিস?

অগ্রগামী তোমার ঘোড়ার তেজ পাক আজ সব,
সম্মিলিত মানুষের কোরাসে ভরুক উৎসব।

সিরাজুল করিম
তুমি কি তা চেয়েছিলে

তোমার কাছে আসবো বলে
কতো আশা করে
কতো দিন কতো প্রহর গুনেছি
আমাকে ডাকবে বলে
কতো কাল ধরে
তোমার অপেক্ষায় থেকেছি।

রাত্রি নিশিতে দিবস রজনীতে
যখন পাখি ডাকে বিজন বনে
রাতে দূরের আকাশে তারারা
যখন মিট মিট করে জ্বলে
তখন আমার কথা কি
একবারও ভেবেছিলে
আমি আসি তোমার কাছে
তুমি কি তা চেয়েছিলে?

যখন আঁধার রাতে
জোনাকিরা পথ চলে
পাখা মেলে দলে দলে
জ্যোৎস্না রাতে যখন
চাঁদের আলোয় পৃথিবী
বারবার উঠে দোলে
ভরা পূর্ণিমায় চাঁনখালির দু’কূল
যখন ভাসে জোয়ার জলে
তখন আমি আসি তোমার কাছে
একবার ভেবে দেখো কখনো
তুমি কি তা চেয়েছিলে?

আবদুল লতিফ জনি
কদম ফুল

কদম ফুলের বাহার দেখে উতলে উঠে মনÑ
ভালোবাসার স্বপ্নগুলো জাগে সর্বক্ষণ।

বাদল দিনে বৃষ্টি যেনো অঝোর ধারায় ঝরেÑ
কিশোর মনের ক্ষণগুলো আজ চিত্ত পাগল করে।
মাসের পরে বছর শেষে, যুগের হলো সারাÑ
সবাই যেনো নিজ ভুবনে নিজেই আত্মহারা।
আষাঢ় গেলো,ভাদ্র গেলো এলো জ্যৈষ্ঠ মাসÑ
পুকুর, ডোবা, বিল শুকালো মরলো মাঠের ঘাস।
দিনে দিনে বাড়ছে গরম পুড়ছে তেপান্তরÑ
স্বপ্ন দিয়ে বাসর সাজাই, গড়ছি নিজের ঘর।
এমনি করে দিন কেটে যায় আশার প্রদীপ জ্বেলেÑ
সকাল, দুপুর, সাঁঝের বেলায় ব্যথার অশ্রু ঢেলে।
হৃদয় কোণে ঢেউ তুলে যায় স্বপ্ন গড়ার সুখÑ
যৌবনকালের মধুর স্মৃতি বাড়ায় মনের দুঃখ।
আশা গেলো,স্বপ্ন গেল, ভাঙল নীড়ের খেলাÑ
শুভ্র হলো মাথার কেশ সাঙ্গ হলো বেলা।

মুন্সি আব্দুল কাদির
দুখের রঙ

দুঃখ, তার রঙ কেমন?
ঘোলাটে নিকষ কালো
মৃত্যুর মতো ধবধবে সাদা
অথবা আগুনের লেলিহান শিখা
ঈশান কোণের মেঘের সাজ
সব কিছুতেই বিদায়ের সুর আছে
কিন্তু সাদা সে নিয়েই ছাড়বে
সে ভীষণ পাষাণ মায়ায় ভরপুর
সাথে নিয়েই বিদায় হবে
ফিরে আসা হবে না কোনো দিন
হয় শান্তির নিড়ে হয় অগ্নিকুণ্ডে!


আরো সংবাদ



premium cement

সকল