১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

জাপানে বেস্ট সেলার তালিকায় সুসাকুর বই
জাপান বিশে^র বইয়ের একটি বড় বাজার। সে দেশের কয়েকজন লেখক পেয়েছেন নোবেল পুরস্কার। জাপানি ভাষায় লেখা বই-ই বিক্রি হয় বেশি, তবে ইংরেজি অনুবাদ বা বিদেশী লেখকদের ইংরেজি ভাষার বইও ভালো বিক্রি হয়। আমাজনের জাপানের বেস্ট সেলার বইয়ের তালিকায় এ মুহূর্তে শীর্ষে রয়েছে সুসাকু এন্ডোর লেখা বই ‘সাইলেন্স’। এটি এর নতুন সংস্করণ। এটির অনুবাদ করেছেন উইলিয়াম জনস্টোন। এটি একটি ক্লাসিক নভেল। বলা হয় জাপানের বিপজ্জনক সময়ের একটি কাহিনী। এটি নিয়ে সিনেমাও হয়েছে। জাপানের জনপ্রিয় লেখক হারুকি মুরাকামির বই ‘হাউ বয়েলড ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড দি অ্যান্ড অব দি ওয়ার্ল্ড ’ আছে আমাজনের করা বেস্ট সেলারের তালিকার চার নম্বরে। এই বইকে বলা হয়ে থাকে একদিক থেকে ফানি বা হাস্যরসাত্মক এবং অন্য দিক থেকে সিরিয়াস উপন্যাস। সিরিয়াসের নানা বাংলা অর্থ আছে, এখানে কী হবে পাঠক বুঝে নিন। বোঝাই যাচ্ছে উত্তর আধুনিকতার চরম সীমায় পৌঁছে আমরা আমাদের গ্রহ পৃথিবীকে অ্যান্ড বা এর অস্তিত্বেও সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। মুরাকামি হয়তো সেটাই বলার চেষ্টা করেছেন। তালিকার দুই নম্বরে আছে বানানা ইয়াশিমোতোর বই ‘ কিচেন ’। মা, ভালোবাসা ও ট্রাজেডির সমন্বয় এ বই। এর অনুবাদ করেছেন মেগান বাকুস। এর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে এ ব্লাক ক্যাট বুক। এতে আছে দু’টি কাহিনী। কিচেন বা রান্নাঘরের শক্তিমত্তা উঠে এসেছে এতে। তালিকার তিন নম্বরে আছে ওসুমু দাজাইয়ের ‘নো লংগার হিউম্যান’। এটি এক তরুণ জাপানির কাহিনী। জাপান ও পাশ্চাত্য সংস্কৃতি উভয়ের সম্মিলন ঘটেছে যে চরিত্রে। এখানেও নেতিবাচকতা লক্ষণীয়।

ব্লু হোয়েল ডেথ গেমের ওপর মিসরে নতুন উপন্যাস
ইন্টারনেটে ব্লু হোয়েল গেমের কথা অনেকেরই জানা। এটাকে গেম না বলে ডেথ গেম বলা হয়ে থাকে। কারণ যে এই গেম খেলা শুরু করে শেষ পর্যন্ত মৃত্যুকে বেছে নেয়া ছাড়া করার কিছু থাকে না। বিচিত্র পৃথিবী, আরো বিচিত্র পৃথিবীর মানুষ- যারা প্রেমের জন্য সিংহাসন ছাড়েন, নিজের জেদ বজায় রাখতে গিয়ে লাখ এমনকি কোটি লোকের প্রাণ সংহারের কারণ হয়ে ওঠেন এবং আরো কত কী! হাল আমলে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মোবাইল ক্যামেরায় সেলফি তোলেন, পর্বত শিখর বা দুর্গম স্থানে গিয়ে মৃত্যুর শঙ্কা সত্ত্বেও সেলফি তোলেন। আরেক দুর্দমনীয় খেলা এই ব্লু হোয়েল। এ খেলা খেলতে গিয়ে দেশে দেশ প্রাণ গেছে অনেকের। মিসরও তার বাইরে নয়। মিসরের লেখক আহমদ জাকি সম্প্রতি এ নিয়ে লিখেছেন একটি উপন্যাস ‘আল-হাউত আল-আজরাক : লীবাত আল-মউত ’। ইংরেজিতে ‘দি ব্লু হোয়েল : দি ডেথ গেম’। বইটি প্রকাশ করেছে কায়রোর অক্তব পাবলিশিং হাউস। পৃষ্ঠা সংখ্যা ২৫৬। এটি একজন হরর নভেলিস্টের কাহিনী যিনি নীল তিমির এই মৃত্যুর খেলা খেলতে গিয়ে একের পর এক ঘটনার মুখোমুখি হন এবং ঘটনার শেষ দেখার চ্যালেঞ্জ গ্রহণ করেন। স্ত্রী ও সন্তান ঘুমিয়ে থাকার সুযোগে উপন্যাসের প্রধান চরিত্র একটি ট্যাবলেট পিসিতে এই গেম খেলা শুরু করেন। কম্পিউটারের ন্যারেটর বা নির্দেশকের বর্ণনা মতো নানা ঘটনার মুখোমুখি হন তিনি। খেলার দশম দিনে তিনি জানিয়ে দেন যে তার কম্পিউটারটি হ্যাক হয়েছে। এরপর তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন এবং তিনি তাকে জানান এর মধ্য দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও গোপনীয় ডেটা ন্যারেটর হাত করার চেষ্টা করেছে, যা তার ক্ষতির কারণ হতো। মিসরে এই গেম খেলতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে। এর প্রেক্ষাপটে নতুন লেখক আহমদ জাকির এই বই প্রকাশ পেল। এর আগে আরো তিনটি উপন্যাস লিখেছেন তিনি।

 


আরো সংবাদ



premium cement