১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পদক

-


পদক। এখন আর দুষ্প্রাপ্য কিছু নয়
নয় দিনান্তের দীর্ঘশ্বাসের কোনো আফসোস
এটি এখন কেবলি কিছু আদান প্রদানের অনু নাটিকা
চাইলেই কপালে লেগে যেতে পারে এই খ্যাতির তিলক।
জ্ঞানের ঝোলায় যদি থাকে চাটুকারিতার মধুর উপমা
তখন আর কবিতার গ্রামার, ছন্দ অন্তমিল বড়ো বিষয় নয়
গল্পের বিষয়বস্তুতে থাকে যদি শিহরণ প্রসাধনী কিছু
আর উপন্যাসের প্যারায় কিছু রাজনীতির তোয়াজ বাক্য
তখন চিত্রকল্পের রোষানলে হোঁচট খাবারও প্রয়োজন নেই।

প্রয়োজন শুধু কিছু তামাটে খামে আঁশটে গন্ধের টাকা
স্থূল নারী নৃত্য আর ভদ্কার বোতলে যদি থাকে রঙ্গিন মূত্রজল
তা-ই দ্রাক্ষারস ভেবে লুফে নিবে ওরা।
হংকং-মালেশিয়ার নদী তীরে রাখলে প্রমোদতরী
ডিজনি ল্যান্ড ভ্রমণের নিশ্চয়তার টিকিট যদি থাকে
আর যায় কোথায় পদক-সোনার মেডেল !

অযোগ্য অখ্যাতগণ যখন পদক নিয়ে অহঙ্কারে গল্প বলেন
তখন জ্বলে পুড়ে খাক হয়ে যেতে হয়
বাতির সলতের আগুনের মতো বাড়ে হৃদয়ের জ্বালা
কী যন্ত্রণা, তিলে তিলে ক্ষয় হয় রক্ত কণিকা
এই কী সম্মাননা তবে পৃথিবীর কাছ থেকে ?
পদক পেতে তাই দিন রাতের অন্তরালে খেলতে হবে গোপন পাশা।
কেউ জানুক বা না জানুক কবিতা আর
কেউ পড়–ক বা না পড়–ক গল্প আর
কেউ দেখুক বা না দেখুক উপন্যাসের মুখবন্ধ
তবু আসবে পদক আর সোনার হরফে লেখা প্রশংসা কাগজ।


আরো সংবাদ



premium cement