২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আহারে দুঃখ আমার

-

জানতে দিতে চাই না অনেক কিছুই
আমি চাই বুঝে নাও,
স্বাবলম্বী হলে কিছু সৃজনশীল মননেরÑ
জন্ম হয়।
মগজের আকাশ-বাতাস ঋদ্ধ হয়
উৎসবের রূপ রঙে-রঙে রঙিন হয়।
আমি না-জানালে তুমি যদি অপূর্ণ থাকো, থাকো না!
আমার সুখ-দুঃখ-আনন্দ-বেদনাÑ
তোমাতে সঁপেছি সেই কবে, হয়তো জানো না!
আমাকে বুঝতে দিতে চাই, বোঝাতে চাইÑ
কিন্তু কে বোঝে! কখনো বুঝবে?
জানা, না-জানা আরÑ
বোঝা, না-বোঝা দুঃখগুলোর জন্য
খুব মায়া হয়!
তাই পিপাসার শেষ চুমুকে তৃপ্তির দীর্ঘশ্বাসে
কে বলে ওঠেÑ
আহারে দুঃখ আমার!

 

 

 


আরো সংবাদ



premium cement