২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

একজন বাস্তুহারা

-

মানুষটি সারাদিন বাস্তুহীন বসে আছে স্থিত,
শোকার্ত দুই চোখ তার দিগন্তের দিকে ক্রমাগত
একটু আশ্রয় খোঁজে; মর্মান্তিক ভাগ্যবিড়ম্বিত
হয়ে হাঁটে সারাদিন পথ হারা পথিকের মতো।

সাধু সুদখোর তবু তার কাছে ঘুরে ঘুরে আসে,
শাইলকের মতো রূঢ় রক্তচক্ষু লোকটির বুকে
বুনে দেয় রক্ষঝরা তীক্ষè তলোয়ার অনায়াসে,
চেপে ধরে গলা তার-রক্তচোখে সবার সম্মুখে।

এখন পায়ের নিচে শোকের গভীর জলাশয়,
মাথার ওপর জ্বলে লজ্জাকর ঋনের আগুন;
অন্তহীন আর্তনাদ বুকের গভীরে জেগে রয়,
বড়ই সঙ্কটে পড়ে তাই বেছে নেয় আত্মখুন।

 


আরো সংবাদ



premium cement