২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ঈদের চাঁদ

-


এ-ক্ষীণ রক্তিম চাঁদ দেখা দেয় প্রতিটি বছর,
পল্লবের ফাঁক দিয়ে সেই চাঁদ দেখি বারবারÑ
সন্ধ্যার আকাশে আর সেই চাঁদ সমুদ্র প্রান্তর
যত বন, উপবনÑ মুগ্ধ হয়ে দেখে শতবার।

আশ্চর্য আভায় দীপ্ত ক্ষীণরেখা ঈদের চাঁদের,
সে-চাঁদ রহস্যময়; রহস্যের ঝরনার স্রোতেÑ
মৌলের নৌকার মতো ভেসে ওঠে জনপদে ফের
খুশির ঝলক নিয়ে ছুটে আসে নীল শূন্য হতে।

প্রতিটি বছর পর... এই চাঁদ সবার জীবনে
বয়ে নিয়ে আসে শুধু সীমাহীন আনন্দ উচ্ছ্বাস;
অথবা আতশী রূপে, যেখানে বিষণœ সব মনে
এনে দেয় অবিচ্ছিন্ন বন্ধনের একান্ত আশ্বাস।

নীল শূন্য এ-আকাশে এই ক্ষীণ চাঁদ জ্বলে ওঠে,
প্রান্তর পুষ্পিত হয়; আনন্দ খুশির ফুল ফোটে।

 


আরো সংবাদ



premium cement