২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

ম্যানবুকার ইন্টারন্যাশনাল জিতলেন ওমানের জোখা
মুসলিম রাষ্ট্র ওমানের লেখিকা জোখা আলহারদি এ বছরের ম্যানবুকার ইন্টারন্যাশনাল প্রাইজ জয় করে নিয়েছেন। এই প্রথম আরব দেশের কোনো উপন্যাস ম্যানবুকার ইন্টারন্যাশনাল পুরস্কার জিতল। আর তিনিই প্রথম ওমানি লেখিকা হিসেবে ৫০ হাজার পাউন্ড মূল্যমানের এই মর্যাদাবান পুরস্কার জয় করলেন। তার উপন্যাসের নাম ‘সেলেশ্চিয়াল বডিস’। তার বইটি ইংরেজি ভাষায় অনূদিত প্রথম ওমানি বই। এটি অনুবাদ করেছেন মার্কিন শিক্ষাবিদ মেরিলিন বুথ। পুরস্কারের অর্থ লেখিকা ও অনুবাদিকার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে। এ বছর শর্টলিস্টে নারীর আধিক্য ছিল। শেষ পর্যন্ত নারীই জিতে নিলেন পুরস্কার। তিনি পেছনে ফেলেন শর্টলিস্টভুক্ত লেখিকা গত বছরের বিজয়িনী পোল্যান্ডের ওলগা টোকারজুব, বিশিষ্ট ফরাসি লেখিকা অ্যামি এরনক্স ও কলম্বিয়ার হুয়ান গ্যাব্রিয়েল ভাসকুয়েজকে। ওলগা এবার পুনরায় পুরস্কার পান কি না সে বিষয়ে জল্পনা-কল্পনা চলছিল। জোখার পুরস্কার লাভে সেই আলোচনার ইতি ঘটল। উপন্যাসের মৌলিক দৃষ্টিভঙ্গি মুগ্ধ করেছে বিচারকমণ্ডলীকে। বিচারকমণ্ডলীর চেয়ারম্যান ইতিহাসবিদ বিটানি হিউজ এমনটিই বলেছেন। উপন্যাসের কবিত্ব শক্তিময় ভাষাবৈশিষ্ট্য ও কাহিনী বস্তুর বৈচিত্র্যও আকৃষ্ট করেছে সবাইকে। বইটি লংলিস্টভুক্ত হওয়ার পর উপন্যাসের অনুবাদিকা বুথ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ওমানের এ বইটি বৃহৎ পরিসরে আসার কারণে তিনি খুবই উৎসাহ বোধ করছেন। এমন চূড়ান্ত পুরস্কার জয়ে তার আনন্দ যে আরো বাড়বে তা বলাই বাহুল্য। এর আগে জোখা আলহার্দির আরো দু’টি উপন্যাস ও ছোটগল্পের সঙ্কলন প্রকাশ হয়েছে। পুরস্কার জয়ের খবর পেয়ে বুথ বলেন, ওমানের লেখক-লেখিকারা সংগ্রাম করে চলেছেন এবং লেখার মাঝে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এই পুরস্কার জয়ে বিশ্বের দরজা তাদের সামনে খুলে গেল। গত ২১ মে লন্ডনে এ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। জোখার এই পুরস্কার লাভে শুধু ওমান নয়, সমগ্র আরব তথা মুসলিম বিশ্বই গুরুত্ব লাভ করল। এই উপন্যাসের কাহিনী একটি দরিদ্র পরিবারের কাহিনী। একটি ওমানি গ্রামের সাধারণ পরিবারের তিন বোনের গল্প এতে বিধৃত। তাদের দুঃখ-কষ্ট, হাসি-আনন্দ, প্রত্যাশা-অপ্রাপ্তির বেদনাবোধ এতে প্রকাশিত হয়েছে।

ডেভিড ক্যামেরনের স্মৃতিকথা আসছে
বিশিষ্ট রাজনীতিবিদদের জীবনকাহিনী বা স্মৃতিকথারও বলতে গেলে পাঠক কাটতি বা সাহিত্য মূল্য এখন দাঁড়িয়ে গেছে। সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার বই ‘বিকামিং’ বেস্টসেলার হয়েছে। নতুন যে রাষ্ট্রনায়ক বা সাবেক প্রধানমন্ত্রী স্মৃতিকথা নিয়ে হাজির হচ্ছেন, তিনি ব্রিটেনের ডেভিড ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রশ্নে তার পক্ষ গণভোটে হেরে যাওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হন তার দলেরই অপর নেত্রী থেরেসা মে। যদিও ব্রেক্সিট এখনো কার্যকর হয়নিÑ নানা নাটকীয়তা চলছে। এরই মধ্যে খবর হলো ক্যামেরন স্মৃতিকথা লিখছেন এবং তা আগামী সেপ্টেম্বরে প্রকাশিত হবে। ক্যামেরনের বইতে রাজনৈতিক জীবনের কথা যেমন থাকবেÑ ব্রেক্সিট নিয়ে ঘটনাপঞ্জিও হয়তো স্থান পাবে। তিনি বলেছেনÑ কনজারভেটিভ পার্টির মতো একটি বড় দলের এক দশক সময়কাল নেতৃত্ব দিতে পারা তার জন্য একটি বড় সুযোগ হিসেবে এসেছিল। সাড়ে ছয় বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ব্রেক্সিট প্রশ্নে গণভোট আয়োজন ও পরবর্তী সব ঘটনাই বইয়ে থাকবে বলে তিনি জানিয়েছেন। তিনি আট লাখ পাউন্ডে এই বইয়ের ‘রাইট’ প্রকাশনা সংস্থা হারপার কলিন্সের সহযোগী সংস্থা উইলিয়াম কলিন্সের কাছে বিক্রি করেছেন। ১৯ সেপ্টেম্বর তার স্মৃতিকথা ‘ফর দি রেকর্ড’ প্রকাশ হওয়ার কথা।

 


আরো সংবাদ



premium cement