২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অপেক্ষায় রোদের সকাল

-

১৮৫৯ সালে বোদলেয়ার লিখেছেন : ‘ছন্দ ও প্রচলিত অলঙ্কারের ব্যবহার কখনো আধুনিকতার বিকাশকে রুদ্ধ করে না বরং এর উল্টোটাই সর্বাংশে সত্য।’ বোদলেয়ার প্রবর্তিত সেই আধুনিক রচনাশৈলী ছড়িয়ে পড়ে পুরো ইউরোপের কবিতারাজ্যে। তাই ১৯৩০ সালে কবিতার নোবেল বিজয়ী টি এস এলিয়ট ঘোষণা দেন : ‘পৃথিবীর যেকোনো ভাগের জন্য বোদলেয়ার এর কবিতার রচনাশৈলী হতে পারে অনুসরণীয় আদর্শ...।’ আজ অবধি ছন্দ সম্পর্কে বোদলেয়ারের সেই বাণী ও কাব্য কুশলতা বাংলা কবিতার আধুনিকায়ন প্রক্রিয়ায়ও অক্ষরে অক্ষরে পালিত হয়েছে এবং হয়ে চলেছে। কবি জামসেদ ওয়াজেদের ‘অপেক্ষায় রোদের সকাল’ কবিতার বইটিও যেন তেমনি ছন্দ ও কাব্য সচেতনে ঠাসা। প্রকাশক ছায়া বীথি, প্রচ্ছদ ধ্রুব এষ।
কবি জামসেদ ওয়াজেদ সনেট সুতায় কাব্যমালা গাঁথতে বেশি পছন্দ করেন। এই বইটিতেও এর ব্যতিক্রম ‘নয়’। সম্ভবত এ কারণেই অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদ বলেছেনÑ ‘বলা যায় জামসেদ ওয়াজেদ তার সনেট রচনায় স্বার্থকতায় পৌঁছেছেন। এ ধরনের কবিকে আমি আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া জানাই।’
পৃথিবীর সব দৃশ্যই খুব সুন্দর। কিন্তু ভেবে দেখেছি কি এর চেয়ে বেশি সুন্দর মানুষ। আর মানুষের সৌন্দর্য হচ্ছে তার বোধ শক্তি, চরিত্র ও প্রেম। তাই কবিও মানুষ, প্রকৃত আর তারাদের ভিড়ে এসবই খুঁজে পেতে অস্থির। কবির ভাষায়Ñ
‘আমিও মানুষ খুঁজি এ অবাধ্য রাতের শরীরে/আরো খুঁজি গাছ মাছ নদী আর জলের শুশুক/নিরেট ঝরনার স্রোত হিমবাহ পৌষের অসুখ-হারিয়ে গিয়েছে যারা দূরলক্ষ তারাদের ভিড়ে।’
(অপেক্ষায় রোদের সকাল)
আজকের এই বাংলার বুকে তাকালে এক অদ্ভুত অন্ধকার দেখা যায়। কবির চোখও এগুলো দেখে আগামীর কথা কুড়িয়ে এনেছে যেন। তিনি বলেছেনÑ
‘এখানে সমাপ্ত হোক অন্ধকার রূঢ় বর্ষাধারা/অখ্যাত সুন্দর দিন শতপুষ্পে রোদের পাহারা। (শতপুষ্পে রোদের পাহারা)
বহমান এ সময়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের ফসল নিয়েও ভাবেন। ভেবে কবি গৌরব গাথা রচনা করতেও ভোলেন না। এটাই প্রমাণ করে কবি দেশ ও জাতিকে খুব ভালোবাসেন। তার ভাষায়Ñ ‘একাত্তর ডিসেম্বর স্মৃতিজুড়ে উন্মোচিত বীরের মহিমা
আলোড়িত বিশ্বজুড়ে পরিচিত আমাদের মানচিত্রের সীমা। (অসংখ্য ইচ্ছের ফুল)
কবির নিজস্ব ঢংও মাঝে মধ্যে প্রকাশ পায়। কেননা কবি কখনো রোমান্টিকও হয়ে যান। ফলে নর-নারীর প্রেমও সুবাসিত ফুলের মতো ফুটে উঠেছে। তার ভাষায়Ñ ‘এই চোখ অপরাধী হলে / এ হৃদয় রাজসাক্ষী তার / আমি ইউসুফ নই / প্রেমে পড়ি তাই জুলেখার।’ (ইউসুফ-জুলেখা)
এই প্রেম তো জীবনেরই অংশ। পবিত্র প্রেম আছে বলে পৃথিবী ঘর-স্বদেশ এত সুন্দর। আর এই সুন্দর কিছু পেতে হলে স্বাধীনতা, স্বাধীন ঘর ও ভূমিও দরকার। এ দিকেই ইঙ্গিত করে কবি বলেছেনÑ
‘সবার আগে থাকতে হবে ঘর
তারও আগে থাকতে হবে দেশ
তারও আগে থাকতে হবে ভূমি
স্বদেশ তোমার চরণ ধূলায় চুমি?’
(ঘর দেশ ভূমি)
আশা করি, এই বইটিও পাঠকদের মন জয় করবে। বইটির প্রচার ও প্রসার কামনা করছি।
Ñ নূর ইবনে হান্নান


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল