২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

ম্যানবুকার ইন্টারন্যাশনালে শর্ট লিস্ট প্রকাশিত
যেমনটি ধারণা করা হয়েছিল বাস্তবে তাই ঘটেছে। ম্যানবুকার ইন্টারন্যাশনাল প্রাইজের শর্ট লিস্টে এবারো স্থান পেয়েছেন গতবারের বিজয়িনী পোল্যান্ডের ওলগা টোকার জুক। তার উপন্যাসের নাম ‘ড্রাইভ ইউর প্লাউ ওভার দি বোন্স অব দি ডেড’। এটি অনুবাদ করেছেন এন্টোনিয়া লয়েড জোন্স। গত ৯ এপ্রিল ম্যানবুকার ইন্টারন্যাশনালের ছয়টি বইয়ের শর্ট লিস্ট প্রকাশিত হয়। এবার লং লিস্টে নারীদের প্রাধান্য ছিল, শর্ট লিস্টেও লেখিকাদেরই প্রাধান্য দেখা যাচ্ছে। তবে ভাষা ও দেশের তালিকায় বেশ বৈচিত্র্য এসেছে। আরব, ফরাসি, স্পেনীয়, জার্মান ও পোলিশÑ এই পাঁচ ভাষার লেখক-লেখিকারা আছেন এই তালিকায়। এর মধ্যে পাঁচজনই লেখিকা। আর তাদের সব বইয়ের অনুবাদ করেছেন নারীরা। এদিক থেকেও এই ব্যতিক্রমী তালিকায় আরো আছেন আরব দেশ ওমানের লেখিকা জোখা আলহারথি। তার উপন্যাসের নাম ‘সেলেশ্চিয়াল বডিস’। আরবি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন মেরিলিন বুথ। জার্মান লেখিকা ম্যারিয়ন পোচম্যানের বইয়ের নাম ‘দি পাইন আইল্যান্ডস।’ অনুবাদ করেছেন জেন সেলিয়া। এই তালিকার একমাত্র পুরুষ কলম্বিয়ার হুয়েন গ্রাব্রিয়েল ভাসকুয়েজের বইয়ের নাম ‘দি শেপ অব দি রুইন্স’। বইটি স্পেনিশ থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন অ্যানি ম্যাকলিন। ফ্রান্সের লেখিকা অ্যালি আরনক্সের বইয়ের নাম ‘দি ইয়ারস’। অনুবাদ করেছেন অ্যালসন স্ট্রেয়ার। চিলির বংশোদ্ভূত ইভালির লেখিকা আলিয়া ট্রাবুকু জিরানের বইয়ের নাম ‘দি রিমাইন্ডার’। স্প্যানিশ ভাষা থেকে অনুবাদ করেছেন সোফি হিউজ। এই পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। এই অর্থ লেখক ও অনুবাদকের মধ্যে সমানভাগে ভাগ করে দেয়া হবে। এই পুরস্কারের ক্ষেত্রে অনুবাদককে লেখকের সমান গুরুত্ব দেয়া হয়। আগামী ২১ মে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ভেন্ডিং মেশিনে ছোট গল্প
সাহিত্যে উপন্যাসের জনপ্রিয়তা যতটা বাড়ছে, ছোট গল্পের ততটা নয়। ছোট গল্পের জনপ্রিয়তা বাড়াতে লন্ডনে এক ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। আপনি যখন কোনো পরিবহনে চড়ে কোথাও যাচ্ছেন তখন ভেন্ডিং মেশিনে খাবারের পরিবর্তে বেরিয়ে আসছে প্রিন্ট করা কাগজ। তাতে থাকবে ছোট ছোট গল্প, যা আপনি ২ থেকে ৫ মিনিটে পড়ে শেষ করতে পারবেন। বিষয়টি নিশ্চয়ই মজার। সম্প্রতি লন্ডনের ক্যানারি ওয়ার্ক স্টেশনে চালু হয়েছে এই স্টোরি ভেন্ডিং মেশিন। এই স্টেশনে বোতাম টিপে গল্প বিনামূল্যে প্রিন্ট নিতে পারবেন যে কেউ। চলার পথে তা পড়ে সময় কাজে লাগাতে পারেনÑ পেতে পারেন গল্প পড়ার বাড়তি আনন্দ। এ প্রকল্পের নির্মাতা হচ্ছেন ঔপন্যাসিক অ্যান্থনি হোরোইজ। পরেশ রাইচুড়া একজন ভালো পাঠক। তার কথায়Ñ আমি প্রতিদিনই নতুন কিছু পড়তে চাই। এই ভেন্ডিং মেশিন আমাকে সেই সুযোগ করে দিয়েছে। ক্যানারি ওয়ার্ক এস্টেট তিনটি ‘শর্ট স্টোরি স্টেশন’ চালু করেছে। যেখান থেকে পাঠক গল্প বের করে পাঠ করতে পারেন। আরেক পাঠক স্যাম র্যাংকিং জানালেন, প্রতিদিনই কিছু না কিছু পড়ার মতো পাচ্ছি। এক মিনিটের এ গল্পগুলো বেশ ভালো।


আরো সংবাদ



premium cement