২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এবং সহস্র বছরের কথামালা

-


বড় নির্দয় এ অমাবস্যা রাত আমি আর দেখিনি কখনো
বিরহের দ্বন্দ্ব প্রকাশে নিশি আমাকে ক্লান্ত করে দেয়
ইন্দ্রিয় জুড়ে নগ্ন তমসায়;
জ্যোৎস্নার সদ্যফোটা ফুল শ্মশানে সৌরভ ছড়ায়,
নিঃশেষিত চন্দনের মৃগনাভি হতে
চুমু দেয় পূর্ণিমার ঠোঁটে আজীবন প্রেমপাত্র ছুঁয়ে ছুঁয়ে...।

গোলাপের পাপড়ি হতে ঝরে পড়ে
পল্লবের সুপ্ত প্রতিভা... তবুও জ্যোৎস্নার গায়ে
বনদস্যুর শ্লীলতাহানি
ধু-ধু বৃক্ষ মরুভূমি তার প্রেমাহত বুক অনাবৃত প্রান্তরে
বৃক্ষ ছায়া কি দেবে ঢেকে?
প্রার্থনা শেষে ঘৃণার অক্ষর ছুঁয়ে...
স্নিগ্ধ নহরে ভাসিয়ে দেই বকুলের গন্ধমালা
নির্দয় এ অমাবস্যা রাতে তোমার বৃক্ষশরীর হতে
যতই অবক্ষয় হতে দেখি
হাজার বছরের জ্যোৎস্না বেরিয়ে আসে
তোমার নির্যাস যে বায়ুতে গন্ধ ছড়ায়
পাখির পালকে আমার সহস্র বছরের কথামালা।

 


আরো সংবাদ



premium cement