১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জননী

-


জন্মÑসিক্ত মৃত্তিকায়
মেঘের নিবাস, মেঘালয়ে
যেখানে অবিরাম বৃষ্টি ঝরে।

অরণ্যানী, পর্বত ও মালভূমিতে
জলপ্রপাতের কলোতানে মিশে ছিলে
তুরার উপত্যকায়, শিলং ও চেরাপুঞ্জিতে
সোমেশ্বরী, কলু আর গানোল
নদীর জলে ভেসে ভেসে
এই গাঙ্গেয় ব-দ্বীপের দক্ষিণে অবশেষে
থিতু হয়েছিলে অতি সাধারণে।

দৃষ্টিনন্দন সোনালু আর জারুল ফুলে
হয়তো মিল খুঁজেছিলে লেডি সিøপার অর্কিডের
লকলকিয়ে বেড়ে ওঠা শনের সবুজ ঝোপে
ভুলেছিলে দিগন্ত বিস্তৃত মেঘালয় বনানী।

আপন আত্মজ-আত্মজায় চেয়েছিলে
পরম মমতাময়ী জননী ও জনকে নির্ভরতা
হয়তোবা মিছেই ভেবেছিলে
তবুও দিন চলে যায়, দেহাবসান ঘটে
পরিশেষে, চিরকালীন শয্যায় করেছ শয়ন
পিতৃভূমি থেকে দূরে বহুদূরে,
মেঘনা বিধৌত চরাচরে।


আরো সংবাদ



premium cement