১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

কানাডায় এডুগিয়ানের গিলার পুরস্কার অর্জন
কানাডার লেখিকা এসি এডুগিয়ান। তিনি দেশের সবচেয়ে ধনী সাহিত্য পুরস্কার হিসেবে খ্যাত স্কটিয়া ব্যাংক গিলার প্রাইজ ২০১৮-তে ভূষিত হয়েছেন। যে উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন তার নামÑ ওয়াশিংটন ব্ল্যাক। তিনি এ বছরের বুকার পুরস্কারের শর্টলিস্টেও ছিলেন, কিন্তু পুরস্কার পাননি। এটি ১১ বছরের এক বালকের কাহিনীÑ যে বার্বাডোসের একটি সুগার প্লান্টেশন বা ইক্ষুক্ষেতে ক্রীতদাস হিসেবে কাজ করেছে। যার মালিক ছিলেন দুই ইংরেজ ভ্রাতা। বিচারকমণ্ডলী তার এ উপন্যাসকে ভাষা ও কাহিনী গঠনের দিক থেকে ‘উল্লেখযোগ্য’ বলে বর্ণনা করে এর উচ্চ প্রশংসা করেছেন। ১৯৭৮ সালে ক্যালগারির আলবর্টায় জন্ম এসির। তিনি আদি বাসিন্দা ঘানার। ১৯৯৪ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ কানাডীয় ডলার। সেই সাথে তিনি কানাডার একটি আর্ট ও কালচার সেন্টারে দুই সপ্তাহ থাকার সুযোগ পাবেন।

অস্ট্রেলিয়ার বেস্ট সেলারের তালিকায় জুসাক
অস্ট্রেলিয়ার বেস্ট সেলার ৫০টি বইয়ের তালিকায় শীর্ষে আছেন লেখক মার্কুস জুসাক। পুরো নাম মার্কুস ফ্রাংক জুসাক। তার উপন্যাসের নাম দি বুক থিফ। এটি একটি ঐতিহাসিক উপন্যাস। প্রথম প্রকাশিত হয় ২০০৫ সালে। বের হওয়ার পর থেকেই এটি জনপ্রিয়তা পায়। ক্রমে আন্তর্জাতিক বেস্ট সেলার হয়ে ওঠে। এটি ৩০টি ভাষায় অনূদিত হয়েছে। ২০১৫ সালে একটি কাহিনীকে ভিত্তি করে একই নামে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। জুসাকের জন্ম ১৯৭৫ সালে সিডনিতে। তার মা জার্মান, আর বাবা অস্ট্রিয়ান। তারা ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ায় ইমিগ্রান্ট হিসেবে আসেন। জুসাক এ পর্যন্ত ছয়টি বই লিখেছেন। তার আরেকটি জনপ্রিয় বই দি মেসেঞ্জার। জুসাক ২০১৪ সালে আমেরিকায় তরুণ লেখকের পুরস্কার মার্গারেট এডোয়ার্ড পুরস্কার লাভ করেন।

 


আরো সংবাদ



premium cement