২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কতোকিছু ভেঙে যায়

-


রৌদ্রে স্নাত হতে হতে উঁচু উঁচু পাহাড় ভাঙে,
ভেঙে ভেঙে বরফ হয়, তারপর জল হয়,
ভাঙনের দহন বোঝে দাপুটে পাহাড়।
ঘর ভাঙে, বাড়ি ভাঙে, রাস্তার ব্রিজ ভাঙে,
হালকা বাতাসেই কখনো কখনো ভাঙে বৃক্ষ,
হাওড়ে বাঁধ ভাঙে, স্টিলের টাওয়ার ভাঙে,
শান্ত জলের ওপর টোকা দিলে ভেঙে যায় চাঁদ,
জনপদ তলিয়ে যায় নদীর তীব্র ভাঙনে।

কংক্রিটের পিলার হয়ে থেকো না,
কারণে-অকারণে কতোকিছু ভেঙে যায়!
ভালোবাসার কাছে একদিন তুমিও
ভেঙে যেতে পারো ছত্রখান হয়ে।

 


আরো সংবাদ



premium cement