২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শারদ রাতের চাঁদ

-

রাত্রি উড়ে যাচ্ছে জ্যোৎস্নার টানে মেঘের কোলে
দুলে দুলে আমাদের ছোট্ট নৌকা ভেসে বেড়ায়
পূর্ণিমার ভরা গাঙে। হৃদয়ের কথা লতাজীর গানের সুরে
ঝরনাকে সরাসরি জানানো যায়Ñ
চাঁদটাকেও না হয় এই নিয়ে বারবার সাক্ষী রাখা হলো
হাজার কথার নির্যাসটুকু এখনই মানায়;
মনের গহনে বাস করে সেই যে চিরচেনা মিত্র গায়েন
যে টুনটুন সারিন্দা বাজায়।

ঝরনা দেখে নজরবন্দী চাঁদবন্ধু
এখন নতুন সমীকরণে ভাসছে নদীর জলে।

 


আরো সংবাদ



premium cement

সকল