২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

স্বপ্নিল শরতে

-

বন্ধন হোক জীবনের সেতু
হোক বর্ণাঢ্য, জীবনের চঞ্চলতায় উচ্ছল
ভোরের পক্ষে যত সুর, যত গান
এবং বেদনায় নীল তরী ডোবানোর জন্যে
যত শ্রম, যত কান্না অসুখের লীন সময়েরা
বেদনার গহিনে দুঃখদের বেঁচে থাকার
কি দরকার। বরং প্লাবন এসে ভাসিয়ে নিক
সুন্দর প্রজাপতির ডানায় মেলে জেনে
যাক বন্ধনের নন্দনেরা, প্রাণ সঞ্চারী
জীবনকে নিয়ে যাক সুখময় স্বপ্নিল শরতে
বাজুক মনের বর্ণিল আনন্দ স্রোত
সব সুর হোক জীবনের পক্ষে, মধুর কলতান
জীবনের শরীরে যাক ভালোবাসা, বিশ্বাস
শেকলের কালো শক্তি কি হৃদয়বানদের পক্ষে
ভালোবাসার বন্ধনতো চিরকালই গায় মুক্তির
গান ।

 


আরো সংবাদ



premium cement