২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সিংগাইরে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার

-

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের নাসির উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে থানার ওসি আব্দুস সাত্তার মিয়া নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে- যশোর জেলার কেশবপুর থানার বরেঙ্গা গ্রামের মৃত বেলায়েত সরদারের পুত্র মোসলেম সরদার (৫২) ও মোঃ নুর ইসলাম (৪০), মাদারীপুর জেলার কালকিনি থানার চর দৌলতখান গ্রামের আজিজ সরদারের পুত্র মোঃ খবির সরদার (৪২), যশোর কোতয়ালী থানার কৃষ্ণবাটি গ্রামের মোঃ আতিয়ারের পুত্র মোঃ জাকির আলী (২৩), মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব পোয়ালী গ্রামের মৃত রব জমাদ্দারের পুত্র মোঃ সোহেল জমাদ্দার (৩৫) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সুরন্দপুর-সরদারপাড়া গ্রামের মোঃ সুরুজ সরদারের পুত্র মোঃ সেলিম (৩৬)।

সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা গত ৫ জানুয়ারি পানিশাইল গ্রামের নাসিরের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে মামলা করলে এসআই আনোয়ার হোসেন, আলমগীর হোসেন ও এএসআই দিদার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার করেছেন বলেও তিনি জানান।

গকতাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে ৫ জন মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement