২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইভটিজিংয়ের দায়ে বখাটের ৬ মাসের জেল

-

মানিকগঞ্জের শিবালয়ে ১০ শ্রেণীর ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে স্বপন ইসলাম (২৪) নামের এক বখাটে যুবককে ছয় মাসের জেল দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন তাকে এ সাজা দেন।

জানা গেছে, ছুটির পর বাড়ি ফিরছিল উথলী গার্লস হাইস্কুলের শিক্ষার্থীরা। পথে ১০ম শ্রেণীর এক ছাত্রীর গতিরোধ করে স্বপন নামের ওই বখাটে। একপর্যায়ে ছাত্রীর হাত ধরে টানাটানি করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করে।

উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমান আদালত বসানো হয়। ভ্রাম্যমান আদালতে স্বপন ইভটিজিংয়ের কথা স্বীকার করে। সাজাপ্রাপ্ত স্বপন উপজেলার নিহালপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। পেশায় ট্রাক হেলপার।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন বলেন, ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় স্থানীয়রা স্বপন নামের বখাটেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী বখাটে স্বপনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাদান করা হয়। পরে বখাটেকে জেলহাজতে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement