২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিদ্ধিরগঞ্জে পাঁচ দালাল আটক, ভুয়াসিল ও পাসপোর্ট উদ্ধার

- ছবি: প্রতীকি

নারায়ণগঞ্জ থেকে ৮৮টি পাসপোর্টসহ দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সিআইডি। রোববার দুপরে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।

সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ জেলার সহকারি পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সিআইডি। এ সময় মনির হোসেন (৩৫), রাশেদ (৩২), রিফাত (২০), জুনায়েদ আহম্মেদ জনি (২৮) ও আল আমিন (২৩) নামের পাঁচ দালালকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮৮টি পাসপোর্ট, ৬০৫টি পাসপোর্টের ডেলিভারি চালান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রথম শ্রেণির কর্মকর্তাদের ১০টি ভুয়া সিল, ৩টি এনআইডি কার্ড ও ১৭টি আবেদন ফরম উদ্ধার করে সিআইডি।

তিনি আরো বলেন, এই দালাল চক্রের সাথে কোনো সরকারি দপ্তর কিংবা কর্মকর্তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement