১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

আ’লীগে অনুপ্রবেশকারী, সন্ত্রাসী মাদক ব্যবসায়ীর স্থান নেই : শিল্পমন্ত্রী

আ’লীগে কোন অনুপ্রবেশকারী,সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীর স্থান নেই : শিল্পমন্ত্রী - নয়া দিগন্ত

নরসিংদীর মনোহরদী উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পুনরায় এড.ফজলুল হক সভাপতি এবং প্রিয়াশীষ রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার মনোহরদী সরকারি কালেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আ’লীগের সভাপতি এড.ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী এড. নূরুল মাজিদ মাহমুদ হুমায়ুন।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন নরসিংদী জেলা আ’লীগের সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে.কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সধারণ সম্পাদক এবং নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ার আশরাফ খান দীলিপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।

আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন,জেলা আ’লীগের সাংগঠসিক সম্পাদক ও মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, জেলা আ’লীগের সদস্য খায়রুল মজিদ মাহমুদ চন্দন, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মধাবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিক, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, যুবলীগ নেতা মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা যুবলীগের সভাপতি ও মনোহরদী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহম্মেদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রী এড.নূরুল মাজিদ মাহমুদ হুমায়ুন বলেন,আ’লীগে কোন অনুপ্রবেশকারী, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীর স্থান নেই। এ জন্য আ’লীগ সরকার বিগত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। গণতান্ত্রিক উপায়ে প্রতিদ্বন্দ্বি থাকবে প্রতিহিংসা নয়। বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে উশৃংখলতার কোন সুযোগ দেয়া যাবে না।


আরো সংবাদ



premium cement
সখীপুরে সাংবাদিকের ওপর হামলাকারী সেই আ'লীগ নেতা কারাগারে ফরিদপুরে দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে দিরাইয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনের মৃত্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে লালন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে : শ্রিংলা মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক

সকল