২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কটিয়াদীতে ট্রেনের ধাক্কায় শিক্ষকসহ নিহত ২

- ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আব্দুল হামিদ (৫০) নামে এক মাধ্যমিক স্কুল শিক্ষক এবং বোরহান উদ্দিন (৩৫) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মন্ডলভোগ গ্রামে রেললাইন অতিক্রম করার সময় ঢাকাগামী এগারসিন্ধু ট্রেনের সাথে মোটর সাইকেলটি ধাক্কা খেলে এই ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল হামিদ পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক। তিনি কুয়েত সোসাইটির কিশোরগঞ্জ জেলায় নির্মাণাধীন মসজিদের তদারককারী ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার খাজা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

এছাড়া নিহত পাঠাও চালক বোরহান উদ্দিন পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

জানা যায়, পাঠাও (ভাড়ায় চালিত মোটর সাইকেল) নিয়ে কুয়েত সোসাইটির অর্থায়নে কটিয়াদী উপজেলার পূর্বমন্ডলভোগ গ্রামে নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে যাচ্ছিলেন আব্দুল হামিদ। দুপুরে উপজেলার মন্ডলভোগ রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী এগারোসিন্দুর গোধূলী ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই শিক্ষক আব্দুল হামিদ নিহত হন।

গুরুতর আহত পাঠাও চালক বোরহান উদ্দিনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল কাইয়ুম জানান, ক্রসিংয়ে রেল গেইট না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এখানে মানুষ সব সময় ঝুঁকি নিয়ে ক্রসিং পারাপার হয়ে থাকে।

কিশোরগঞ্জ জিআরপি থানার ইনচার্জ আব্দুর রহমান বিশ্বাস বলেন, রেল লাইন পার হাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আব্দুল হামিদ ঘটনাস্থলে এবং চালক বোরহান উদ্দিন কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল