২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সালথায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ : পুলিশের গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

-

ফরিদপুরের সালথায় আ.লীগের দুই পক্ষের মধ্যে সংঘরের্ষর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা হতে সন্ধা ৭টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টাব্যাপী দিকে সালথা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থলে পৌছে পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সংঘর্ষের সময় বেশ কিছু বাড়ি ঘর ও বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। উভয় পক্ষের বেশ কয়েকজন বেশ কয়েকজন সমর্থক আহত হন।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সম্মেলন স্থগিত হওয়ার খবর প্রকাশিত হলে বিকেলে গট্টির রসুলপুর গ্রাম থেকে ওদুদ মাতুব্বরের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি সালথা বাজারের নিকটে কাউলিকান্দা স্কুল মাঠে এলে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সাজেদা চৌধুরীর এপিএস শফিউদ্দিন চৌধুরী ছিলেন। প্রতিবাদ সভা শেষে মিছিল করে প্রতিবাদকারীরা সালথা বাজার এলাকার দিকে এগুতে থাকে। ওই সময় সাব্বির চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল সালথা বাজার এলাকা থেকে এসে ওই মিছিলের সাথে যুক্ত হয়। মিছিলের মধ্যে গুজব রটে যায় সাব্বির চৌধুরীর সমর্থকরা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর চৌধুরীরি সম্পর্কে কটুক্তি করেছেন। এ গুজবের ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সংঘর্ষে সালথা বাজারসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় বাড়ি ঘর দোকানপাট ভাংচুর ও আহত হওয়ার ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কতগুলি বাড়িঘর ও দোকান পাট ভাঙচুর করা হয়েছে বা উভয় পক্ষের কতজন আহত হয়েছে সে সংখ্যা জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায় ফরিদপুর পুলিশ লাইনস, গোয়েন্দা পুলিশ, বিভিন্ন থানা থেকে আগত অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে সংঘর্ষ থামতে। সর্বশেষ খবর অনুযায়ী পুলিশ দুই পক্ষের সমর্থকদের দুইদিকে সরিয়ে দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সালথা থানাসহ আশেপাশের বিভিন্ন থানার পুলিশ, পুলিশ লাইনসের রিজার্ভ ফোর্স, গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের সহায়তায় গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কি পরিমার গুলি , সাউন্ড গ্যাস ও কাঁদানে গ্যাস ছোড়া ও ফাটানো হয়েছে সে সংখ্যা তাৎক্ষণিক ভাবে তিনি দিতে পারেন নি। তিনি বলেন, এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী

সকল