১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতিসহ একই পরিবারের ৪ জন নিহত

- নয়া দিগন্ত

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি সবজিবোঝাই পিকআপ চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট বাজার সংলগ্ন ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ঢাকায় নেয়ার পথে বুধবার ভোরে মারা যায়।

নিহতরা হলেন- মধুখালী উপজেলা কোড়কদি ইউনিয়নের পাঁচ কোড়কদি পালপাড়ার অযোদ্ধা পালের স্ত্রী দিপালী পাল (৬০), তার নাতি একই গ্রামের সঞ্জয় পালের ছেলে জয় পাল (৮), স্বর্গ পাল (৫) ও অসীম পালের ছেলে ঐশিক পাল (১২)। এদের মধ্যে দিপালী পাল ও জয় পাল ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া রাতে হাসপাতালে মারা যায় স্বর্গ পাল এবং ঢাকায় নেয়ার পথে মারা যায় ঐশিক।

দুর্ঘটনায় সঞ্জয় পালের স্ত্রী গীতা পাল (৩০) ও মেয়ে টেপি পাল (২) এবং অসীম পালের আরেক মেয়ে ঝিনুক পাল (৭) গুরুতর আহত হন। তাদেরকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মধুখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: সাইফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাগাট বাজার এলাকার একটি কীর্ত্তনের অনুষ্ঠান থেকে নিহতরা একটি ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাগুরাগামী একটি সবজিবোঝাই পিকআপ ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

এ ঘটনার পর মহাসড়কের অকুস্থলে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে জানিয়ে সাইফুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল