২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দশ টাকা কেজির ৩৫০ বস্তা চালসহ পিতা-পুত্র গ্রেফতার

দশ টাকা কেজির ৩৫০ বস্তা চালসহ পিতা-পুত্র গ্রেফতার - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাদ্যবান্ধব কর্মসূচি লেখা ১০ টাকা কেজির ৩৫০ বস্তা চালসহ পিতাপুত্রকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- চাল ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম নুরু ও তার ছেলে ছগির হোসেন। বুধবার রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শান্তিরবাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩শ’৫০ বস্তা সরকারি চাল, চাল বিক্রির নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি চাউলের চার শতাধিক খালি বস্তা জব্দ করা হয়। তাদের বাড়ি উপজেলার বাড়ৈপাড়া গ্রামে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শান্তিরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় খাদ্যবান্ধব কর্মসূচি লেখা বস্তা থেকে কয়েকজন অন্য নতুন বস্তায় চাল ভরার বিষয়টি আদালত দেখতে পায়। এসময় ৩শ’৫০ বস্তা চাল, নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি চাউলের চার শতাধিক খালি বস্তা জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ চালগুলো কোথা থেকে এলো এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনেক দিন যাবত দশ টাকার চাউল কিনে বস্তা পরিবর্তন করে অভিযুক্তরা ব্যবসা করছে বলে স্থানীয়রা আদালতকে জানান।

এই ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাফর সাদিক বাদী হয়ে উক্ত ২ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে ঘটনা পর থেকে পুরো উপজেলায় ব্যাপক তোলপাড়া শুরু হয়েছে।


আরো সংবাদ



premium cement
আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ ফেনীতে ইসতিসকার নামাজে মুসল্লির ঢল গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ

সকল