২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ইলিশ ধরায় ভুয়া সাংবাদিকসহ ১৯ জনের কারাদণ্ড

- ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলে যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ভুয়া সাংবাদিকসহ ১৯ জনকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

রোববার রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে তারা ইলিশ মাছ ধরছিল। এ সময় অভিযান চালিয়ে একজন ভুয়া সাংবাদিকসহ ১৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করাদণ্ড দিয়ে তাদের জেলহাতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকের নাম হুমায়ুন কবির। তার বাড়ি গাজীপুর জেলায়। সাংবাদিক সেজে তিনি ইলিশ মাছ কিনতে এসেছিলেন। তিনি নিজেকে এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছিলেন।


আরো সংবাদ



premium cement