২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শিবালয়ে ইলিশের অবৈধ হাট গুড়িয়ে দিলো প্রশাসন

- ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের শিবালয়ের দুর্গম আলোকদিয়া চরে নিষিদ্ধ সময়ে ইলিশ বেচাকেনার অবৈধ হাট গুড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবারে সকালে উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে।

হাট থেকে কেউ আটক না হলেও বেচাকেনার জন্য তোলা বিপুল পরিমান ইলিশ জব্দ হয়।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. মুনিরুজ্জামান জানিয়েছেন, অভিযানকালে জব্দকৃত ইলিশ বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

এছাড়া, মাছ শিকারে ব্যবহৃত ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত অর্ধশত ট্রলার ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে জেলার শিবালয়, হরিরামপুর, দৌলতপুর ও সদর থেকে এ যাবৎ ৩০৩ ব্যক্তিকে আটক কর হয়েছে। এদের মধ্যে ১৬৯ জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও বাকিদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


আরো সংবাদ



premium cement