২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

তুরস্কের আইসিওয়াইএফ প্রেসিডেন্ট শহীদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে

- ছবি : নয়া দিগন্ত

সাভার জাতীয় স্মৃতিসৌধে বুধবার বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফরত তুরস্কের ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আহইয়ান।

বুধবার বেলা ১১টা ১৮মিনিটে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছলে তাকে স্বাগত জানান সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ও উপ-বিভাগীয় অফিসার আরবরিকালচার বিভাগ গণপূর্ত অধিদপ্তরের আবু সাঈদ।

পরে তিনি শহীদ স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও এক মিনিট শহীদদের স্মরণে নিরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সফরত তুরস্কের ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আহইয়ান সাংবাদিকদের বলেন, তুরস্ক বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তুরস্ক সব সময় বাংলাদেশের পাশে থাকবে।

এ সময় তার সাথে তুরস্কের তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টার সময় তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।


আরো সংবাদ



premium cement