২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঘনিষ্ট বন্ধুর স্ত্রী-কন্যাকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন

- ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দী এলাকায় শনিবার রাতে সাত মাসের অন্তঃসত্ত্বা মা লাকী বেগম ও তার চার বছরের মেয়ে আলিফাকে টাকার লোভে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেফতার করে হত্যারহস্য উদঘাটন করেছে পুলিশ।

এই মা-মেয়ের হত্যাকারী আর কেউ নন; নিহত লাকী বেগমের স্বামী আলামিনের ঘনিষ্ট বন্ধু রাইজ উদ্দিন। তিনি টাঙ্গাইল শহরের চরপাতুলি এলাকার মৃত সুকুম উদ্দিনের ছেলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ৮ লাখ টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। রোববার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাইজ উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির মুরগীর ‘খোয়াড়’ থেকে নগদ ৭ লাখ ৭৭ হাজার টাকা ও ঘরের ভেতর থেকে ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা পাশের এক ধান ক্ষেত থেকে এবং হত্যাকাণ্ডের সময় আসামীর পরনে থাকা রক্তাক্ত শার্ট ও লুঙ্গিও উদ্ধার করা হয়। সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, আসামীকে প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায় সে হত্যাকাণ্ডের সঙ্গে নিজে জড়িত থাকার কথা স্বীকার করে। টাকার জন্যই সে হত্যাকাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে আসামী পুরো ঘটনা খুলে বলে। সোমবার বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়।

টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দী এলাকায় শনিবার দিবাগত রাত ১২টার দিকে ব্যবসায়ী আলামিনের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা লাকি বেগম ও তার চার বছরের কন্যা আলিফাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। পরে ঘরের ড্রয়ার থেকে আট লাখ টাকা লুট করা হয়। পরদিন রোববার বিকেলে নিহত লাকী বেগমের বাবা হাসমত আলী অজ্ঞাতদের আসামী করে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন।


আরো সংবাদ



premium cement
পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু স্পেশাল অলিম্পিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রশংসিত দেওয়ানগঞ্জের রবিন সব শিক্ষাপ্রতিষ্ঠান আরো ৭ দিন বন্ধ ঘোষণা থাই-মিয়ানমার সীমান্ত শহরের কাছে আবারো সংঘর্ষ শুরু : থাই সেনাবাহিনী পাঁচবিবিতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গায় ১৪০তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো বার্বাডোস সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে : রিজভী কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক পাকিস্তানে একসাথে ৬ শিশুর জন্ম, সবাই সুস্থ ৪০ বছর ধরে মুসল্লিদের ফ্রি চা খাওয়ানো মদিনার সেই বৃদ্ধের ইন্তেকাল

সকল