২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাদারীপুরে ১৫ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

-

মাদারীপুরে সাগর ফকির ওরফে কালা সাগর (২৮) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

সদর উপজেলার মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড় থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাগর শহরের দরগা শরীফ এলাকার কালাম ফকিরের ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে গুলিবিদ্ধ অবস্থায় সাগরের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে সদর মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়।

এদিকে, গত মঙ্গলবার একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাগর। তারপর থেকেই সাগর নিখোঁজ ছিল বলে দাবি পরিবারের।

নিহত সাগরের মা সালেহা বেগম বলেন, ‘সাগর ঢাকায় টাইলসের কাজ করতো। কয়েকদিন আগে একটি মাদক মামলায় মাদারীপুর জেলা কারাগার থেকে জামিনে বের হয়। এরপরে ঢাকার উদ্দেশে রওয়ান দিলে সে নিখোঁজ হয়। কিন্তু কিভাবে সাগর এখানে মারা গেলো এটা বুঝতে পারলাম না।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, ‘নিহত সাগরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সকল ধরনের মোট ১৫টি মামলা রয়েছে। তার জন্য শহরের ছিনতাইয়ের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। আমরা অনেক দিন ধরে তাকে খুঁজতে ছিলাম। কিন্তু কোথাও খুঁজে পাইনি। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের মালামাল ভাগাভাগি নিয়ে তার সহযোগীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।’


আরো সংবাদ



premium cement
অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি

সকল